‘উন্নয়নের সুফল পেতে নারী নির্যাতন রুখতে হবে’ এ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘Sexual Harassment in Educational Institutions : Legal Framework for Investigation and Remedies’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক।
মুখ্য আলোচক ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। সঞ্চালনা করেন কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী।
উপাচার্য বলেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন খুবই দুঃখজনক, এটা মেনে নেয়া যায় না। যৌন নিপীড়ন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সকল অনৈতিক কার্যক্রম প্রতিরোধে সকলকে সোচ্চার হবার পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর জন্য সর্বপ্রথম তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সকল অনভিপ্রেত ঘটনা যেখানে–যখনই উদ্ভব হবে তখনই এ ঘটনা প্রতিরোধে সকলকে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও আন্তরিকতার মাধ্যমে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, চবি ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি যৌন হয়রানি ও নিপীড়ন এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সমাজের সচেতন মহলসহ প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার হবার আহ্বান জানান। শেষে উপাচার্যের নেতৃত্বে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।