নগরের কোতোয়ালী থানার সিআরবির বয়লার এভিনিউ বস্তি ও ফলমণ্ডি কলোনি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও নগদ ১৫ লাখ টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার সকালে এ অভিযান চালানো হয়।
যৌথ বািহনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে সিআরবি বয়লার এভিনিউ বস্তি এবং ফলমণ্ডি কলোনি এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৫ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে দুষ্কৃতকারীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৫ জনকে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।