যৌথবাহিনীর চারদিনের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
এতে বলা হয়, গত ৪–৭ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রিভলবার ২টি, পিস্তল ১৮টি, রাইফেল ২টি, শটগান ১১টি, পাইপগান ১টি, শুটারগান ৬টি, এলজি ৩টি, বন্দুক ৩টি, একে ৪৭– ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি এবং এসবিবিএল ৩টি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।