যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রীকে খুনের দায়ে স্বামী মো. হাশেমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইইব্যুনাল-১ এর বিচারক মুরাদে মাওলা সোহেল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পিপি জেসমিন আক্তার আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীভাবে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. হাশেমকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ১৩ জন সাক্ষীর মধ্য থেকে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

তিনি আরো বলেন, যৌতুক না পেয়ে বাঁশখালী থানা এলাকায় শ্বাসরোধ করে নিজের স্ত্রী বেবী আক্তারকে হত্যা করে স্বামী মো. হাশেম। এ ঘটনায় বাঁশখালী থানায় বেবীর ভাই উসমান বাদী হয়ে মো. হাশেমের বিরুদ্ধে মামলাটি করেন।

আদালত সূত্র জানায়, মামলা দায়ের পর থানা পুলিশ ঘটনা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। একপর্যায়ে পুলিশের দাখিলকৃত চার্জশিট আমলে নিয়ে বিচার শুরু করেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধদুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত
পরবর্তী নিবন্ধপর্যটকের সংজ্ঞা পাল্টে গেল, সংসদে বিল পাস