পটিয়ার মুজাফ্ফরাবাদ এলাকায় যৌতুক দাবি, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে বিজয় চৌধুরী নামে এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার স্ত্রী সীমা চন্দ্র নম। মামলায় বিজয় চৌধুরীর মা চিনু চৌধুরী, ভাই রুপন চৌধুরী ও সুমন চৌধুরীকেও আসামি করা হয়েছে।
কন্সটেবল বিজয় চৌধুরী চট্টগ্রাম নগর পুলিশে কর্মরত ছিলেন। তবে গত ৮ অক্টোবর থেকে তিনি ঢাকা মহানগর পুলিশে কাজ করছেন। গত ২৩ সেপ্টেম্বর সীমা তার স্বামী বিজয়য়ের বিরুদ্ধে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৩ এ মামলাটি দায়ের করেছেন।
সীমা চন্দ্র নম আজাদীকে বলেন, মামলার আগে সমাধান চেয়ে নগর পুলিশের কাছে অভিযোগ করেছি। কিন্তু সুফল পায়নি। তাই আদালতে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি তদন্তের জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছেন। তবে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।
মামলার আরজিতে সীমা চন্দ্র নম উল্লেখ করেন, সম্প্রতি আসামিরা তার কাছ থেকে একাধিক বার যৌতুক দাবি করেন। একবার এক লাখ, আরেক বার ৪ লাখ টাকা তিনি দেন। এরপরও আসামিরা যৌতুক চায়। অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়। হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয়।