হাটহাজারী বাসস্ট্যান্ড জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসা সংলগ্ন মাঠে যৌতুক-মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে হাজার হাজার যুবক যৌতুকমুক্ত বিয়ের শপথ করে। রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার আয়োজনে এবং আহলে সুন্নাত যুব পরিষদের সার্বিক সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি বলেন, যৌতুক ও মাদক আজ জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক কুসংস্কার ও অবক্ষয় প্রবণতা থেকে বাঁচতে হলে জাতীয় জাগরণ ও সম্মিলিত সচেতনতা জরুরি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে যৌতুক ও মাদকের গ্লানি থেকে নিস্কৃতি মিলবে বলে আশা করা যায়। হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম রাশেদ বলেন, শুধু সরকার একার পক্ষে যৌতুক ও মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য চাই সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত প্রয়াস। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী। উদ্বোধক ছিলেন আল্লামা মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী। তিনি বলেন, নিজ নিজ দরবার ও খানকাহ থেকে এ ধরনের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে গেলে যৌতুক-মাদকসহ সব ধরনের অপরাধ প্রবণতা থেকে আমরা রেহাই পেতাম। বিশেষ অতিথি ছিলেন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী। প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ ফরিদুল আলম এবং সদস্য সচিব মুহাম্মদ আব্দুশ শুক্কুরের যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ সিরাজুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।