এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, যৌতুক ও মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচতে হলে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আল্লামা আবুল কাশেম নুরীর প্রশংসা করে বলেন, একজন আলেম হয়েও তিনি যৌতুক ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। গতকাল শনিবার নিজ বাসভবনে আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন। তিনি আগামী ৬ মার্চ দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে আন্জুমানে রজভীয়া নুরীয়ার উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশ, গুণীজন সংবর্ধনা এবং আন্দোলনের ১ যুগ পূর্তিতে র্যালির সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মাছুমুর রশিদ কাদেরী, ফরিদুল আলম, এস এম ইকবাল বাহার, শাহীন সুজন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ আবু ছালেহ সাফওয়ান নূরী, মুহাম্মদ ইমাম হোসেন, মুহাম্মদ সাওবান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।