পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। রজভীয়া নুরীয়া কমিটি পটিয়া উপজেলা পূর্ব পরিষদ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সরকার নারী নির্যাতন, যৌতুক, মাদক, শিশু নির্যাতনসহ সামাজিক নানা অনাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এসব সামাজিক অনাচার ও দুষ্টক্ষত বন্ধে জনগণকে সচেতন হতে হবে। সামাজিক সচেতনতা ও গণঘৃণাবোধ জাগ্রত করা ছাড়া এসব সামাজিক অভিশাপ থেকে নিষ্কৃতি মিলবে না। সমাবেশে উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভা মেয়র মুহাম্মদ আইয়ুব বাবুল। প্রধান আলোচক ছিলেন কলামিস্ট মাসুম চৌধুরী। সৈয়দ ক্বারী মাওলানা কুতুব উদ্দিন শাহ্ নূরী ও আরাফাত আলী রুবেলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, জহির আহমদ সওদাগর। অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতীর সভাপতিত্বে অতিথি ও আলোচক ছিলেন ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, সৈয়দ ফরিদুল আবছার শাহ্ আমিরী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, অফিসার ইনসার্জ রেজাউল করিম মজুমদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেল ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, ব্যাংকার মুহাম্মদ আমির হোসেন, মৌলানা নুরুল কবির আলকাদেরী, ওয়াহিদ উল্লাহ, মুফতি হাফেজ আমিন মুজাদ্দেদী, কাজী মুহাম্মদ ফোরকান রেজা, আবু ছালেহ আঙ্গুর প্রমুখ। এরপর অনুষ্ঠিত হয় তফসিরুল কোরআন মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।