যৌতুক ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যৌতুক ও কুসংস্কার বিরোধী সামাজিক সংগঠন মহুয়া ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কবিতা ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোষাদ রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব।
তিনি বলেন, যৌতুকের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষার পাশাপাশি মনুষ্যত্ব অর্জনে গুরুত্বারোপ করেন তিনি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। তিনি বলেন, যৌতুকের পাশাপাশি উচ্চ কাবিন বিষয়েও মানুষকে সচেতন হওয়া লাগবে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজ্জামেল হক, নারী নেত্রী ও বেসরকারি কারা পরিদর্শক কামরুন নাহার লিজা, গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. লোকমান, নারী নেত্রী নুরুন নেছা মুন্নি, প্রথম আলো বন্ধুসভার পটিয়া শাখার সাধারণ সম্পাদক আইরীন সুলতানা। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পটিয়ার বিভিন্ন সামাজিক সংগঠন, ইউনিক ফাউন্ডেশন, মহসীন খান স্মৃতি ফাউন্ডেশন, স্বপ্নফেরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।