যৌতুকের মামলায় কারাগারে আইনজীবী

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ মে, ২০২৩ at ৭:৪৪ পূর্বাহ্ণ

যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা একটি মামলায় আইনজীবী স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুভ ধর নামের ওই আইনজীবী পটিয়ার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুভ’র পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে স্ত্রী বাদী হয়ে আইনজীবী শুভ’র বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, যৌতুক চেয়ে না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন শুভ। ছেলের ভরণপোষণও ঠিকমতো দেননি।

বিষয়টি নিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হয় জানিয়ে লিগ্যাল এইডের অফিস সহকারী এরশাদুল আলম বলেন, সালিশের মাধ্যমে মীমাংসা না হওয়ায় লিগ্যাল এইডের পরামর্শ ও সহযোগিতায় শুভ’র বিরুদ্ধে তার স্ত্রী মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকেডিএস এক্সেসরিজের মামলায় ঢাকার ব্যবসায়ীর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধআমীর খসরুকে অব্যাহতি দিতে যুক্তি উপস্থাপন