রজভীয়া নূরীয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে গতকাল শনিবার লালদিঘী চত্বরে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট প্রেসিডেন্ট ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, যৌতুক দেয়া–নেয়া দেশের প্রচলিত আইনে মারাত্মক ঘৃণ্য অপরাধ। যৌতুক দিতে না পেরে দেশে প্রতিদিন শত শত দরিদ্র পরিবারে ঘোর অমানিশা নেমে আসছে। যৌতুকের অভিশাপ ও গ্লানি হতে দরিদ্র পরিবারগুলোকে বাঁচাতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। যৌতুক মাদক নারী ও শিশু নিপীড়ন থামাতে সম্মিলিত কণ্ঠে ‘না’ বলুন। সামাজিক এই দুষ্টক্ষতের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলুন। উদ্বোধক ছিলেন সাবেক চসিক প্রশাসক খোরশেদুল আলম সুজন। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, জেলা পিপি এ্যাডভোকেট আব্দুর রশিদ, নঈমুল ইসলাম পুতুল, মুহাম্মদ আলী হোসেন আরিফ, ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। আলোচক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহমুদুল হক রাজিব।
যৌতুক ও মাদকবিরোধী ১৫ দাবি ও প্রস্তাবনা পাঠ করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। সঞ্চালনায় ছিলেন জাহিদুল হাসান রুবায়েত, মিনহাজ উদ্দিন সিদ্দিকী ও মুহাম্মদ আয়ুব তাহেরী। শেষে যৌতুক ও মাদকবিরোধী র্যালি লালদিঘী চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং ফিলিস্তিনসহ নিপীড়িত মানবতার কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল কাশেম নূরী। প্রেস বিজ্ঞপ্তি।












