যৌতুকের জন্য মারধর, মা-ছেলে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

যৌতুকের জন্য নির্যাতনের মামলায় মা-ছেলেকে গ্রেপ্তার পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাবিউল সানি প্রকাশ ফয়সাল (৩২) ও ফরিদা ইয়াছমিন (৫৫)। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার বাসিন্দা। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মো. রাবিউল একজন প্রতারক। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় তিনটি ও চকরিয়া থানায় একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বাদী হচ্ছেন মো. বাচ্চু মিয়া নামের বায়েজিদের একজন বাসিন্দা। বাচ্চু মিয়া এজহারে উল্লেখ করেন, তার মেয়ের সাথে ২০২০ সালের ২১ ডিসেম্বর রাবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে ও তার মা যৌতুক চেয়ে তার মেয়েকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসছে। চলতি বছরের ৪ জানুয়ারি ও ১১ জানুয়ারিও মারধর করে যৌতুক চায়। একপর্যায়ে বাধ্য হয়ে তাকে প্রথমে ৩ লাখ ও পরে ৪০ হাজার টাকা দেয়াও হয়। কিন্তু মারধর ও নির্যাতন বন্ধ হয়নি। বরং সে নানাভাবে মারধর ও নির্যাতন করে টাকা ও স্বর্ণালংকার আত্মসাত করেন। ওসি আবুল কাশেম ভুইয়া বলেন, রাবিউল নিকাহনামায় ভুল ঠিকানা ব্যবহার করে বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করে। সে একজন প্রতারক। সে শুধু বাচ্চু মিয়ার মেয়ের সাথে প্রতারণা করেননি। আরও অনেকের সাথে সে প্রতারণা করেছে এবং নানাভাবে টাকা আত্মসাত করেছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ৩০ জনকে আসামি করে আদালতে মামলা
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে হাশেম হত্যায় আরেকজন গ্রেফতার