যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন উদ্ধার করল পুলিশ

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:১৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা নির্যাতনের শিকার এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার পশ্চিম খরনদ্বীপ বাবুল সওদাগরের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূ ২ পুত্র ও ১ মেয়ে সন্তানের জননী বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় ও যৌতুকের দাবিতে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করে আসছিল স্বামী মো. নাছের (৪৫), দেবর মো. কামাল (৩৫), মো. গিয়াস উদ্দিন (৪০), শাশুড়ী তনজিয়া খাতুন (৬০), দেবরের বউ পারভিন আকতার (৩০) সহ শ্বশুর বাড়ির সবাই। সম্প্রতি কয়েক দফা মারধরের খবর পেয়ে গত ১২ অক্টোবর গৃহবধূর বাবা ও ভাইয়েরা তাকে শ্বশুরবাড়ি থেকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে শ্বশুর পক্ষের লোকজন বাধা দেয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেও প্রতিকার না মেলায় পুলিশের দ্বারস্থ হন তারা।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম জানান, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমীর নাছির-মীর হেলালকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হচ্ছে
পরবর্তী নিবন্ধচসিক প্রশাসকের সঙ্গে আঞ্জুমানে রহমানিয়া নেতৃবৃন্দের সাক্ষাৎ