চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, আজকে আমাদের জন্য একটি শুভ দিন। কারণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি নতুন উপহার দিয়েছেন। বিগত ১৫বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা দুই যোগ্য নেতাকে তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছেন। তাই আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ কে ধারণ ও লালন করে যারা দলকে আরও বেশী সুসংগঠিত করতে পারবেন তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে। যোগ্য নেতৃত্ব সংগঠন ও সমাজকে এগিয়ে নিয়ে যায়। নতুন নেতৃত্ব চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলকে আরও গতিশীল ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলবে।
৮ই ফেব্রুয়ারী (শনিবার) বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে কাজীর দেউড়ী নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, ছাত্রদলের একজন কর্মী থেকে আমি আজকের এই অবস্থানে এসেছি। আপনারাই আমাকে এই পর্যায়ে এনেছেন, আমাকে নেতা বানিয়েছেন। আমি আপনাদেরই সৃষ্টি। তাই অতীতের ন্যয় আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাকব। আমাকে এই মহান দায়িত্ব অপর্ণ করায় আমি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সহ সকল সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার উপর অপির্ত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি হারুন আল রশিদ, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম ভুইয়া, জহুরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, জসিম উদ্দিন রকি, গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন এরশাদ, দিদার হোসেন, এমদাদুল হোসেন স্বপন, শাহাদাত হোসেন সোহাগ, আব্দুল মান্নান, মফিজ উদ্দিন সুমন, রবিউল ইসলাম, নাছির উদ্দিন, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, আকবর হোসেন মানিক, জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় চট্টগ্রাম মহানগর, ১৫টি থানা ও ৪৩ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।