যোগ্য নেতৃত্বের পক্ষে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে

চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশেষ রুকন সম্মেলনে শাহজাহান

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান জাতীয় সংকটময় মুহূর্তে দেশবাসীর জন্য সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রয়োজনীয়তা সর্বাধিক। জনগণের আশাআকাঙ্ক্ষা পূরণে সক্ষম এবং দেশকে সঠিক পথে পরিচালনায় দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বস্তরে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করবে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যােগে দেওয়ান বাজারস্থ এক কমিউনিটি সেন্টার বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠন এবং আল্লাহভীরু, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তাহের, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, প্রফেসর ড. মাওলানা সাইয়েদ আবু নোমান, অধ্যাপক লিয়াকত আলী সিদ্দিক নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ ড. মাহবুবুর আলম প্রমুখ।

সম্মেলনে মহানগরের বিভিন্ন থানার রুকনবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমরা ছিলাম কসাইখানায়, এক জীবন্ত নরকে
পরবর্তী নিবন্ধশিপ হ্যান্ডলিং অ্যাসোসিয়েশনের সাধারণ সভা