যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। এ লক্ষ্য নিয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সর্বপ্রথম অনার্স ব্যাচ কর্তৃক প্রবর্তিত সনদ ও বৃত্তি প্রদান (৫ম বছর) অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন। চবি উপাচার্য বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী একটি বিভাগ। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ–বিদেশে সুপ্রতিষ্ঠিত থেকে এ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। তিনি বিভাগের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম মাহফুজুল হকের সভাপতিত্বে এবং বিভাগের প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর। এছাড়াও বক্তব্য রাখেন ড. হারুন এ খান, আবুল কাশেম মোহাম্মদ সালেহ, মোহাম্মদ আবু ইউসুফ ও শহীদুল আমিন চৌধুরী। অনুষ্ঠানে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আবদুল মালেক, রেজাউল করিম চৌধুরী, সরদার মফিজুল ইসলাম চৌধুরী ও মোবিন–উল–হক এবং বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।