যোগীন্দ্রনাথ সরকার (১৮৬৬–১৯৩৭)। শিশুসাহিত্যিক। যোগীন্দ্রনাথ ছিলেন একজন স্নেহবৎসল শিশুসুলভ মানুষ, যিনি সারাজীবন শিশুসাহিত্যকে পরিপুষ্ট করার কাজে নিয়োজিত ছিলেন। ১৮৬৬ সালে ২৮ অক্টোবর চব্বিশ পরগণার জয়নগরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর আদি নিবাস যশোর। তাঁর পিতার নাম নন্দলাল দেব সরকার ও মাতা থাকমণি দেবী। জয়নগরের পাঠশালায় শুরু হয় তার প্রাথমিক শিক্ষা। কিন্তু পরে ১৮৮৩ সালে সপরিবারে তাঁরা জয়নগর ত্যাগ করে কলকাতায় বসবাস শুরু করলে দেওঘর উচ্চ ইংরাজি বিদ্যালয়ের ভর্তি হন। সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগীন্দ্রনাথ কলকাতার সিটি কলেজে এফ.এ. ভর্তি হন। কিন্তু আর্থিক অনটনের জন্য পড়া অসম্পূর্ণ রেখেই সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা আরম্ভ করেন তিনি। শিক্ষকতার পাশাপাশি তিনি শিশুসাহিত্যের প্রতি আগ্রহী হন এবং শিশুসাহিত্য রচনা আরম্ভ করেন। তাঁর সংকলিত বই ‘হাসি ও খেলা’ ১৮৯১ সালে প্রকাশিত হয়। ‘জ্ঞানমুকুল’ নামক স্কুলপাঠ্য গ্রন্থটিও এ সময় প্রকাশিত হয়। তিনি ১৮৯৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন নিজস্ব প্রকাশনালয় ‘সিটি বুক সোসাইটি’। সেই একই সালে প্রকাশিত হয় শিশুগদ্য পাঠের সচিত্র বই ‘রাঙাছবি’। ১৮৯৮–এ প্রকাশিত হয় ‘খেলার সাথী’ ও ১৮৯৯–এ যোগীন্দ্রনাথ সরকার সম্পাদিত ‘খুকুমণির ছড়া’ প্রকাশিত হয়। ১৮৯৯–এ স্নিগ্ধ কৌতুক হাস্যরসে ভরপুর ‘হাসিরাশি’ গ্রন্থ প্রকাশিত হয়। ১৯০০–তে প্রকাশিত হয় ‘আষাঢ়ে স্বপ্ন’ এবং ১৯০১–এ ‘লঙ্কাকা-’। ১৯০৫ সালে প্রকাশিত হয় সম্পূর্ণ ভিন্ন স্বাদের সংকলন গ্রন্থ ‘বন্দেমাতরম’ যা বাঙালিকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করে। এই বইটি যোগীন্দ্রনাথের স্বদেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ‘কুরুক্ষেত্র’ (১৯০৯), ‘শকুন্তলা’, ‘সাবিত্রী সত্যবান’, ‘সীতা’ (১৯১০), ‘ধ্রুব’ (১৯১৫), ‘ছোটদের রামায়ণ’ (১৯১৮), ‘ছোটদের মহাভারত’ (১৯১৯), ‘দৈত্য ও দানব’ (১৯২০) প্রভৃতি পুরাণাশ্রিত শিশুপাঠ্য বইগুলো এ সময় প্রকাশিত হয়। এর পাশাপাশি তিনি লিখেছেন ‘মজার গল্প’ (১৯০৫), ‘পশুপক্ষী’ (১৯১১), ‘ছেলেদের কবিতা’ (১৯১২), ‘সাথী’, ‘হিজিবিজি’ (১৯১৬), ‘শিশুসাথী’, ‘হাসির গল্প’ (১৯২০), ‘ছড়া ও কবিতা’ (১৯২১), ‘নূতন পাঠ’ (১৯২২) ইত্যাদি।
এছাড়াও তিনি ১৯২৪–এ ‘পঞ্চরত্ন’, ১২২৫–এ ‘আদর্শপাঠ’, ‘উশীনর’, ‘সুভদ্রা’, ‘প্রহ্লাদ’, ‘রত্নাকর’, ১৯২৬–এ ‘লবকুশ’, ‘সুশিক্ষা’, ১৯২৮–এ ‘অন্ধমুনি’, ‘অভিমন্যু’, ‘গান্ধারী’র দ্বিতীয় সংস্করণ, ১৯২৯–এ ‘ছোটদের চিড়িয়াখানা’, ‘বনে জঙ্গলে’, ‘জ্ঞানপ্রবেশ’, ‘শিক্ষাপ্রবেশ’, ‘সপ্তকান– রামায়ণ’ এরকম কত রচনা, সংকলন, সম্পাদনা করেন। ১৯৩৭–এর ২৬ জুন (মতান্তরে ২৭ জুন) তিনি মৃত্যুবরণ করেন।