যে সকল ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে

কবির স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে নৌ উপদেষ্টা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৪:৩৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সাগর উপকূলে অবস্থিত যে সকল শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত কবির স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হংকং কনভেনশন অনুসরণ করে চট্টগ্রামের সীতাকুণ্ডে ইতিমধ্যে ১৬টি শিপব্রেকিং ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে এবং সনদপত্রও পেয়েছে তারা। তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও নিয়মনীতি অনুসরণ করতে পারেনি। বিষয়টি আরো সহজ করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও ইয়ার্ড ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা। এছাড়া গ্রিণ সনদ নেয়ার সময়সীমা আরও বাড়ানো যায় কিনা, তাও নিয়েও সরকার চেষ্টা করবে বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

এর আগে গতকাল সকালে তিনি শিপ ইয়ার্ড কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এ সময় এ খাতের নানা সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন তারা। পরিদর্শনকালে কবির স্টিল লিমিটেডের ডিএমডি মো. করিম উদ্দিন, ডিএমডি সারোয়ার জাহান, ডাইরেক্টর আব্দুল করিম, সিইও মো. মেহেরুল করিম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ শিপব্রকিং অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম, সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান সহ চট্টগ্রাম নৌবাহিনীর কর্মকর্তা, সরকারি দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক স্ত্রীর মামলায় খাগড়াছড়ির সাবেক পৌর মেয়র গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতৃবৃন্দের বৈঠক