প্রহরের উদ্যোগে দুই দিনব্যাপী শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা কর্মশালা গত ১৭ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উচ্চারণ, উপস্থাপনা, বাচনশৈলী, বাক জড়তা মুক্তি, মাইক্রোফোনের ব্যবহার ও আত্ম উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। গত ১৬ এপ্রিল কর্মশালা উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক আলম খোরশেদ। প্রহরের পরিচালক বর্ষা চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন প্রশিক্ষক বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। উদ্বোধক আলম খোরশেদ বলেন, যে ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, সে ভাষা শুদ্ধভাবে বলতে শেখা আমাদের জন্য জরুরি। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম শুদ্ধ বাংলায় কথা বলতে শিখুক, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে শিখুক। উদ্বোধনের পর প্রশিক্ষক দেওয়ান সাঈদুল হাসান শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালার দ্বিতীয় দিন উপস্থাপনা, বাচনশৈলী ও মাইক্রোফোনের ব্যবহারের উপর প্রশিক্ষণ দেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদ উপস্থাপক রেখা নাজনীন, সাংবাদিক, আবৃত্তিশিল্পী ফারুক তাহের এবং প্রশিক্ষক মুজাহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।