বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এ বছর সীমিত পরিসরে পালিত হবে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.)। বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহম্মদ (দ.) পৃথিবীতে আগমনের দিন ১২ রাবিউল আউয়াল নগরীর ষোলশহর আলমগীর খানকাহ থেকে বিশাল জুলুস বের হয়। জুলুসে নবীপ্রেমী লাখো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তবে এবার করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে জুলুস উদযাপন করা হচ্ছে। জুলুসে সবাইকে মাস্ক ও হ্যান্ড স্যানটাইজার নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে।
যে পথে যাবে জুলুস : অন্যান্য বছর আলমগীর খানকাহ থেকে জুলুস বের হয়ে মুরাদপুর-পাঁচলাইশ-চকবাজার-দিদার মার্কেট-চেরাগি পাহাড়-চট্টগ্রাম প্রেস ক্লাব-জামালখান মোড়-আসকারদীঘি-কাজীর দেউড়ি-ওয়াসা হয়ে মাদ্রাসা মাঠে ফিরত। তবে এবার আলমগীর খানকাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে জুলুস বের হয়ে মুরাদপুর হয়ে প্রধান সড়ক ধরে দুই নম্বর গেট, জিইসির মোড়, ওয়াসা পর্যন্ত যাবে। এরপর একই সড়ক দিয়ে আবার জুলুস জামেয়া মাঠে ফিরে আসবে।