শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন, নতুন ভবনের চাবি হস্তান্তর ও বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত করায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম এমপি এ কথা বলেন।
গত রোববার ভাটেরখীল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল আলমের সঞ্চালনায় ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুরাইয়া বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা, মাস্টার আবুল কাশেম, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রেজাউল করিম বাহার, মুরাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন সাঈদ মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, মো. খোরশেদ আলম, রুহুল আমিন, মেজবাহ উদ্দিন চৌধুরী, সাহাবউদ্দিন, মো. বেলাল হোসেন, সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মুমিনুল হক সেলিম, হাবিব উল্লাহ, মো. আবু বক্কর, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, বড় দারোগারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম বাহার উদ্দিন, সিসিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুমার দে, ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ, সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক, এস এম রিয়াদ জিলানি প্রমুখ।