১৬নং চকবাজার ওয়ার্ডের দলীয় নেতাকর্মী, কেন্দ্র পরিচালনা কমিটি ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, যে কোন মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই আমরা বিজয়ী হব ইনশ্াআল্লাহ্। সে লক্ষ্যেই আমরা নগর ব্যাপী ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগণ আমাদের সাথে আছে, তাদেরকে নিয়েই আমরা মুক্তি, বিজয়, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করব। এ ক্ষেত্রে ওয়ার্ড, ইউনিট ও কেন্দ্র কমিটির নেতা কর্মীরা গণমানুষের সাথে আমাদের সেতু বন্ধন হিসেবে কাজ করছে।
চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রন্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহেরুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, মুজিবুর রহমান রাসেল, সেলিম রহমান, নুরুল আলম সিদ্দিকী, আবুল মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।