প্রায় সাত বছর আগে বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ফিল সিমন্স। ঢাকায় এসে বিসিবিতে প্রেজেন্টেশনও দিয়ে গিয়েছিলেন তিনি। সেবার তাকে মনে ধরেনি বিসিবির। এখন বিসিবিই তার দুয়ারে কড়া নেড়েছে। বোর্ড প্রধান ফারুক আহমেদের মতে, সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে তারা সেরা মনে করছেন এই ক্যারিবিয়ান কোচকেই। সিমন্সের মানের একজন কোচ পেয়ে বেশ স্বস্তি পাচ্ছেন ফারুক।
‘তিন–চারজন কোচের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে যাকে সেরা মনে হয়েছে অনেক সময় হয় কী, আমি যেটা মনে করি, যখন আপনি কোচ হিসেবে সুপারস্টার, তখন কতটা মনোযোগ থাকে কাজে তার চেয়ে বরং যারা সত্যিই পরিশ্রমী তাকে (সিমন্স) আমি দেখেছি, কাজের ধরন যখন জিম্বাবুয়ে খেলতে এসেছে, ব্যক্তিগতভাবে দেখা করেছি, কখনও আলোচনা করেছি যে, কীভাবে সে চিন্তা করে, কীভাবে অনুপ্রাণিত করে (দলকে), এসব দেখে আমার ভালো লেগেছে। তার এজেন্টের সঙ্গেও কথা হয়েছে আমার। সব মিলিয়ে তাকেই সেরা বিকল্প মনে হয়েছে।’