যে কারণে বাংলাদেশের ৫ রান পেনাল্টি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

ওভার শেষ করে চলে যাচ্ছিলেন সাকিব আল হাসান। হঠাৎই থামালেন লেগ আম্পায়ার। কিছু কথা বলার পর দেখা গেলো, দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে যোগ হলো বাড়তি ৫ রান। এরপরও বেশ কিছুক্ষণ দুই আম্পায়ারের সঙ্গে কথা বলেন সাকিব। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিলেন তিনি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে রাইলি রুশো ও কুইন্টন ডি কক উইকেটে থাকা অবস্থায় প্রথম ১০ ওভারে বোলিংয়ে আসেননি সাকিব। একাদশ ওভারে বল হাতে নেন তিনি। এক চার ও দুই ছয়ে সেই ওভারে ২১ রান তুলে নেন রুশো ও ডি কক। কিন্তু স্কোরবোর্ডে জমা পড়ে মোট ২৬ রান। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মারেন রুশো।

ষষ্ঠ বলটি ছিল কোমরের অনেক ওপরে। তাই রুশো ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে এসে খেলার পরেও উচ্চতার জন্য ‘নো’ বল ডাকেন আম্পায়ার। পরে ফ্রি হিট বলে অবশ্য কিছু করতে পারেননি রুশো। আসে মাত্র ১ রান। সেই বলেই ঘটে অতিরিক্ত ৫ রানের ঘটনা। সাকিব বোলিং করার আগেই নিজের জায়গা থেকে খানিক পিছিয়ে বাম দিকে সরে যান উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। আইসিসির নিয়মে পরিষ্কার বলা আছে, ফ্রি হিট বলে কোনো ফিল্ডার তার আগের অবস্থান থেকে নড়তে পারবেন না। সোহান সরে যাওয়ায় বাংলাদেশকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়। পেনাল্টির কথা জানার পরে আসে নতুন আলোচনা। সাধারণত খেলোয়াড়দের ব্যবহার্য বস্তু যেমন গ্লাভস, হেলমেট বা রুমালে বল লাগে যখন পেনাল্টি দেওয়া হয়, তখন সে বলটি আবার করতে হয়। তাই আম্পায়ারদের কাছে সাকিব জিজ্ঞেস করেন এ ক্ষেত্রেও শেষ বলটি আবার করতে হবে কি না। সংবাদ সম্মেলনে এই পেনাল্টির ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে সাকিব পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।

তিনি বলেন আমরা জানতাম না কোথায় ৫ রান পেনাল্টি দিয়েছে। এরপর স্কয়ার লেগের আম্পায়ার আমাকে এসে বলেছে, আমার বোলিংয়ের আগে উইকেটকিপার এক ধাপ পিছিয়ে গেছে। এ জন্য পেনাল্টি। আলোচনা ছিল যেহেতু ওই বলটা ফ্রি হিট ছিল, আমাকে আবার আরেকটি বল করতে হবে কি না। জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচেও দেখা গেছে পেনাল্টির ঘটনা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আনরিক নরকিয়ার করা জিম্বাবুয়ের ইনিংসের শেষ ওভারে ফাইন লেগ থেকে উড়ে আসা থ্রো লাগে মাটিতে পড়ে থাকা ডি ককের গ্লাভসে। ফলে ৫ রান পেনাল্টি পায় জিম্বাবুয়ে। সেই ওভারে নরকিয়াকে একটি বাড়তি বল করতে হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল অভিজ্ঞতা সাহায্য করেছে রুশোকে
পরবর্তী নিবন্ধসৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি ফুটবলে কালারপোল চ্যাম্পিয়ন