সমপ্রতি একটি ভিডিওতে দুই হাতে ঘড়ি পরে থাকতে দেখা যায় অভিষেক বচ্চনকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। অনেকেই তাকে নিয়ে মজা করতে থাকেন। কেউ বলেন, সময়টা হয়তো খারাপ যাচ্ছে। কেউ আবার এমনও বলেন, স্ত্রী আর মা জোর করে দুই হাতে ঘড়ি পরিয়ে দিয়েছেন। কিন্তু অনেকেরই অজানা, বচ্চন পরিবারে তিনিই একমাত্র ব্যক্তি নন, যিনি দুই হাতে ঘড়ি পরেন। আরও কিছু সদস্য আছেন, যারা এই কাজটি করেন। তবে এর পিছনে একটি বিশেষ কারণও রয়েছে। বচ্চন পরিবারে এই ট্রেন্ড যিনি শুরু করেছিলেন, তিনি অভিষেকের মা জয়া বচ্চন। এক সাক্ষাৎকারে দুটি ঘড়ি পরার কারণ জানিয়েছিলেন অভিষেক। তিনি বলেন, হাতে দুটি ঘড়ি পরার অভ্যেস আমার মায়ের কাছ থেকে এসেছে। আমি যখন ইউরোপে বোর্ডিং স্কুলে পড়তাম, তখন মা দুই হাতে ঘড়ি পরতেন।
অভিষেক জানান, তার মা দুই হাতে দুটি ঘড়ি পরতেন যেন তিনি দুই জায়গার সময় মাথায় রাখতে পারেন। তিনি বলেন, কিছু দিন পর বাবাও দুই হাতে ঘড়ি পরতে শুরু করেছিলেন। যাতে তার মায়ের মতো তিনিও দুই জায়গার সময় দেখতে পান। অভিষেকের কথায়, এরপর থেকে বাবা আমার সঙ্গে ইউরোপের সময় অনুসারে কথা বলতেন। অভিনেতা নিজে পুরো বিষয়টি খোলসা করে বলেন, এই কারণেই আমরা দুটি করে ঘড়ি পরে থাকি। কিন্তু বাবা ‘বুড্ডা হোগা তেরা বাপ’ ছবির পর এটিকে ফ্যাশনে পরিণত করেছিলেন।