যে কারণে চট্টগ্রামের ফ্লাইট পাকিস্তানের করাচিতে অবতরণ

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ৫:২৮ অপরাহ্ণ

জেদ্দা থেকে চট্টগ্রাম আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচি বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে দুই যাত্রীকে নামিয়ে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফিরে আসে।

নির্ধারিত সময়ে ফ্লাইটটি না আসায় বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পরে স্বস্তি ফিরে আসে।

বুধবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, বিজি ১৩৬ জেদ্দা থেকে উড্ডয়নের পর ফ্লাইটে ফারজানা নামের এক নারী যাত্রী অসুস্থ হওয়ায় পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করে| করাচি বিমানবন্দরে শিশুসহ ও নারীযাত্রীকে নামিয়ে দিয়ে পুনরায় ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বেলা একটায় ফ্লাইটটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।

তিনি জানান, উক্ত যাত্রী দুজনের গন্তব্য ছিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি
পরবর্তী নিবন্ধফিরেছেন আটকে পড়া পর্যটকরা, কাল থেকে যাওয়া যাবে সাজেক ভ্যালি