যে কারণে ইমরান হাশমির সংসারে ভাঙনের সুর

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার ১৭ বছরের সংসারে ভাঙনের সুর বেজেছে। সমপ্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অভিনেতা। ২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্যই উপভোগ করছিলেন ইমরান। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে। প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন তাদের। কিন্তু হঠাৎই ইমরান জানালেন স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন বিবাহবিচ্ছেদের।

অভিনেতা জানান, তার স্ত্রী পারভীন শাহানী নাকি প্রায় দিনই বিয়ে ভাঙার হুমকি দেন। কারণটাও জানিয়েছেন নিজেই। ইমরান বলেন, ‘আসলে পুরো পরিবার থেকে আমার খাদ্যাভ্যাস একেবারে আলাদা। কারণ, আমি শরীর স্বাস্থ্যের জন্যে দু’বছরে একবার খাদ্যাভ্যাসের বদল করি। সেই দু’বছর আমার মধ্যাহ্নভোজ ও নৈশভোজের কোনও নড়চড় হয়নি। সেটা ওর জন্য বিরক্তির বিষয়। এর জন্য মাঝেমধ্যেই আমার কাছ থেকে বিচ্ছেদ চায়। কিন্তু বিষয়টি আমরা বেশ ভালোভাবেই উপভোগ করছি।’ ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। গেল বছরের নভেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এ ছাড়া বর্তমানে তার হাতে রয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘ওজি’। সুজিত পরিচালিত সিনেমাটিতে ইমরান ছাড়াও অভিনয় করছেন পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনতুন ‘জেমস বন্ড’ এবার ‘ওপেনহাইমার’ মারফি
পরবর্তী নিবন্ধইলিয়াস কাঞ্চন সবচেয়ে বড় প্ল্যানবাজ : জায়েদ খান