সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে গতকাল জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ৯০ সালের ৬ ডিসেম্বর পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্র, সংবিধান রক্ষায় ও দেশের মানুষের কল্যাণের জন্য বিনা রক্তপাতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু যে আশায় তিনি ক্ষমতা ত্যাগ করেছিলেন সে আশা আজও পূরণ হয়নি। এরশাদই ছিলেন বাংলার প্রকৃত গণতন্ত্রের রূপকার।
গতকাল নগরীর চকবাজারস্থ দলীয় প্রধান কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন। মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আবু জাফর কামালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহুর উদ্দিন জহিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর জাতীয় পার্টির সহ-সভাপতি সালামত আলী, ছগির আহমদ সোহেল, মোহাম্মদ আলী, আলী ইমরান চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নরুচ্ছাফা সরকার, এরশাদুল হক সিদ্দিকী, আবদুল কাদের, ফজলে হাসান শাহীন, ফারুক হোসেন আপন, সুলতানা রহমান, রাশেদুল হক খোকন, আতা-ই-রাব্বী-তানভীর, নজরুল ইসলাম, সালেহ আহমদ ভূঁইয়া, গোলাম কিবরিয়া, শেখ আখতার উদ্দিন, মাজেদুল হক, আলী হোসেন মোহাব্বত, হাজী জানে আলম, নাছির উদ্দিন, মো. শাকের, নুরুল হুদা জুজু, বেলাল হোসেন, ফকির আহমদ, আশিকুর রহমান, পারুল আকতার, ফরিদ ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এদিকে গতকাল বিকাল ৪টায় নগরীর সুপ্রভাত স্টুডিও হলে নগর জাপার সাবেক সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন রনির পরিচালনায় আলোচানা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার।
বিশেষ অতিথি ছিলেন নগর জাপার সাবেক সহ সভাপতি কামরুজ্জামান পল্টু, নাছির উদ্দিন সিদ্দিকী, ইউনুছ আলকরণী, শওকত আকবর, এনামুল হক বেলাল, জহুরুল ইসলাম রেজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নুরুল আজিজ সওদাগর, আমিনুল হক আমিন, রেজাউল করিম রেজা, তরিকুল ইসলাম তারেক, হারুনুর রশিদ হারুন, কায়সার হামিদ মুন্না, এম এ শুক্কুর, রাবেয়া বসরী বকুল, সেলি আক্তার, আলেয়া বেগম, বিলকিস সুলতানা, নাছরিন আক্তার লাভলী, সুমন বড়ুয়া, আবু হানিফ নোমান, বাপ্পি আহমেদ, আবু হাসান, আরাফাত হোসেন কচি, কাকলী আক্তার, মারুফ হাসান, নীল কমল সুশীল প্রমুখ।