যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকাল কক্সবাজার সফরে রেললাইনসহ ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে দোহাজারীকক্সবাজার রেললাইন ও আইকনিক রেলস্টেশন প্রকল্প, ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে মাতারবাড়িতে নির্মিত ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প, ৬৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে বিদ্যুতের জাতীয় গ্রিডে সংযুক্তকরণ প্রকল্প, ৪৭৭ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত কস্তুরাঘাটখুরুশকুল সেতু, ২৬২ কোটি টাকা বাস্তবায়িত কক্সবাজার বিমানবন্দরের ভূমি ভরাট, প্রটেকশন বাঁধ নির্মাণ, অ্যাপ্রোচ রোড ও সৌন্দর্যবর্ধন কাজ। এছাড়া ৬০ কোটি টাকা টাকা ব্যয়ে উখিয়া রোহিঙ্গা শিবিরে স্থাপিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ডিজাইন ও স্থাপনকরণ প্রকল্প, ৪২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহেশখালী গোরকঘাটাশাপলাপুর জনতা বাজার সড়কের মজবুত ও প্রশস্তকরণ প্রকল্প এবং ২৫ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে স্থাপিত রামু কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র।

আরো ৬টি ছোট প্রকল্প হলো, কুতুবদিয়ায় কৈয়ারবিল আরসিসি গার্ডার ব্রিজ, চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল সম্প্রসারণ ও উন্নয়ন, ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, মহেশখালী ইউনুচখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, উখিয়া রত্নাপালং আদর্শ উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যায়য়ের একাডেমিক ভবন নির্মাণ।

পূর্ববর্তী নিবন্ধঅসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট দিন
পরবর্তী নিবন্ধব্রিটিশ ও পাকিস্তান পারল না, পারল বাংলাদেশ