যেসব পাসওয়ার্ড সব চেয়ে বেশি হ্যাক হয়

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ইন্টারনেটের যুগে ডিজিটাল সেবা নিতে হলে পাসওয়ার্ড ব্যবহার করা বাঞ্ছনীয়। এই পাসওয়ার্ড সুরক্ষিত না হলে বিপদে পড়তে হয়। মানে শক্তিশালী পাসওয়ার্ড না হলে যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। পাসওয়ার্ড মোজিলা ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যখনই আপনি পাসওয়ার্ড তৈরি করবেন, সুপারহিরোদের নাম দিয়ে সেটা সেট করবেন না। সেই প্রতিবেদনে কয়েক ধরনের পাসওয়ার্ড তৈরি না করার পরামর্শ দেওয়া হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের।
মোজিলা ফাউন্ডেশনের রিপোর্টে বলা হয়েছে, অনেক ইন্টারনেট ব্যবহারকারী এই ধরনের পাসওয়ার্ড প্রায়ই ব্যবহার করেন। তাতে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করা সহজ হয়ে যায়। ‘হাভেইবীনপিডব্লিওনেড.কম’ এর তথ্যের উপর ভিত্তি করে একটি গবেষণায় দেখা গিয়েছে, সুপারহিরোদের নামের পাসওয়ার্ডগুলো হ্যাক করা সহজ। অ্যাকাউন্টে এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।একই সঙ্গে এটাও বলা হয়েছে, নিজের প্রথম নাম, জন্ম তারিখ বা ১২৩৪৫ এরমতো পাসওয়ার্ড হ্যাকারদের কাজ সহজ করে দেয়।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাপল এয়ারপড বুঝবে শরীরের হালচাল
পরবর্তী নিবন্ধক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের