যেমন যাচ্ছে শাহরুখ পুত্রের হাজত বাস

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আক্ষরিক অর্থেই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। প্রাসাদোপম মন্নতে বেড়ে ওঠা, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। কিন্তু রাজকীয় সেই ছবি বদলে গেল এক রাতেই। প্রমোদতরীর পার্টিতে শামিল থাকাই জীবনের মোড় ঘুরিয়ে দিল বলিউড বাদশার বড় ছেলের। বিলাসবহুল বাড়ি থেকে সোজা নারকোটিঙ কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাজত। আপাতত সেই রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে তাঁর। তারকা-সন্তান। তবু আর পাঁচজন অভিযুক্তের মতোই রাখা হয়েছে আরিয়ানকে। শাহরুখের ছেলে হিসেবে বিশেষ কোনও আয়োজন বরাদ্দ নয় তাঁর জন্য। এনসিবির মেসে তৈরি সাধারণ খাবার খাচ্ছেন বলিউডের বাদশার পুত্র। বাড়ি থেকে খাবার আনাতে চাই আদালতের বিশেষ অনুমতি। আপাতত তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাঠা খাবারই খাচ্ছেন আরিয়ান।

পূর্ববর্তী নিবন্ধআগামী হজ হবে প্রযুক্তিনির্ভর, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ : প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধশুভ মহালয়া আজ