যেভাবে পদত্যাগ করেছেন পাপন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১২:০১ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার পরিবর্তে নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। গত মঙ্গলবার হঠাৎ করেই বোর্ডের সভা আহবান করা হয়। বলা হয়, বুধবার বোর্ড সভা হবে। সিদ্ধান্ত অনুসারে গতকাল শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের পরিবর্তে সভা অনুষ্ঠিত হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। কথা ছিল এই সভায় যোগ দেবেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। অনলাইনে যোগ দেওয়ার কথা ছিল তার। অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তিনি। কিন্তু গতকালের সভায় যোগ দেননি পাপন। তাহলে প্রশ্ন হলো, কিভাবে পদত্যাগ করেছেন পাপন? জানা গেছে, সভা শুরুর আগেই ইমেইল করেছেন পাপন। সেখানেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। বোর্ড পরিচালকদের কাছে পদত্যাগপত্র পাঠান পাপন। গতকাল যথাসময়ে সভা শুরু হলে উঠে আসে পাপনের পদত্যাগের বিষয়টি। তখনই জানা গেছে, পাপন ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন। এরপর সভায় আলোচনার মাধ্যমে নতুন সভাপতিও নির্বাচিত করা হয়। ২০১২ সালের ১৭ অক্টোবর বিসিবি সভাপতির দায়িত্ব নেন পাপন। সরকারের পক্ষ থেকে সরাসরি তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়। পরে ২০১৩ সালে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন পাপন। অবশেষে ১২ বছর দায়িত্ব পালনের পর গতকাল বুধবার বিসিবি প্রধানের পদ থেকে বিদায় নিলেন তিনি। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিলেন পাপন। শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচ নিয়োগ এবং ক্রিকেটারদের মধ্যে অন্তরদ্বন্দ্বের খবর প্রকাশ করে ক্রিকেটপাড়ায় অস্বস্তি সৃষ্টির দায় নিতে হয়েছে তাকে।

পূর্ববর্তী নিবন্ধবাবরকে আউট করে স্বপ্ন পূরণ শরিফুলের
পরবর্তী নিবন্ধতামিমকে আরও দুই-তিন বছর খেলায় দেখতে চান ফারুক