যেভাবে ধরা পড়ল জ্যাকেট চুরির প্রধান আসামি

আংশিক মালামাল উদ্ধার, গ্রেপ্তার আরো ২

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ৯:৪৯ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকায় গত ৬ নভেম্বর কোরিয়ান কোম্পানির গার্মেন্টস থেকে ৪৪ লাখ টাকা মূল্যের জ্যাকেট চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার পর মামলা হলে পুলিশ ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজের সাহায্যে প্রধান আসামিকে চিহ্নিত করে। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান চিহ্নিত করে গত শুক্রবার ঢাকার খিলগাঁও বনশ্রী এলাকা থেকে মো. কামরুল হুদা ওরফে রুবেলকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নগরীর জিইসি এলাকা থেকে চুরির সহযোগী মো. হোসেন রানা (২৪) ও মো. শাকিলকে (২২) গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম থেকে ৮৫০ পিস জ্যাকেট উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, আসামিদের কোর্টে সোপর্দ করা হয়েছে। চুরির সাথে জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, চলতি মাসের ৬ তারিখ রাতে ইপিজেড এলাকায় কোরিয়ান গার্মেন্টস জি এইচ হেওয়ে কোম্পানির দ্বিতীয়তলায় ফিনিশিং সেকশনের স্টোর রুম থেকে অজ্ঞাতনামা কয়েকজন মিলে ১৩০০ পিস জ্যাকেট চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪৪ লাখ ৩৩ হাজার ৫৩২ টাকা। পরে প্রতিষ্ঠানের মালিক শাশ্বত সাহা থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। একে একে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে ও চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধকেজিডিসিএলের এমডি মাজেদকে অপসারণ নতুন দায়িত্বে রফিকুল
পরবর্তী নিবন্ধএক বছর টাকা জমিয়ে ৩০০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা তুলল দিনমজুর