যেভাবে টাকা হাতিয়ে নিত ওরা দুজন

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে এনজিও’র নামে গ্রাম্য নারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশের হাতে আটক সজল দাশগুপ্ত (৪৬) ও মুক্তা চৌধুরী (৩৫) নামে দুই প্রতারককে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের সম্পর্কে বহু অভিযোগ এলাকাবাসীর। উপজেলার খন্‌জর পাড়ার বাবুল মেম্বার বাড়ির গোপাল চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জলী ঘোষের দায়ের করা মামলায় দুই প্রতারককে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ। বুধবার তাদের দুজনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে দেয়। গ্রেপ্তার সজল দাশগুপ্ত সারোয়াতলী দক্ষিণ কুঞ্জরী এলাকার সমর দাশগুপ্তের ছেলে আর মুক্তা চৌধুরী একই এলাকার লিটন চৌধুরীর স্ত্রী।
এলাকাবাসী জানান, উপজেলা সদরস্থ মীরপাড়ার জাফর টাওয়ারের ৬ তলায় একটি রুমে ‘এলিন’ নামক এনজিও সংস্থার সাইনবোর্ড লাগিয়ে কারো ঘর নির্মাণ করে দেয়া হবে, কাউকে লোন দেয়া হবে, আবার কাউকে সেলাই মেশিন এবং গৃহস্থলী সামগ্রী কিনে দেয়া হবে বলে গ্রাম্য নারীদের কাছ থেকে ৫শ’ থেকে ৫ হাজার টাকা করে ইতিমধ্যে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তারা।
গতকাল টাওয়ারটির ৬ষ্ঠ তলায় ‘এলিন’ এর সাইনবোর্ড লাগানো ৩২ নম্বর রুমটিতে গিয়ে কোনো অফিসের সন্ধান মেলেনি। তবে গ্রেপ্তার মুক্তার মা পরিচয়দানকারী ওই ঘরের বাসিন্দা শোভারাণী নামের পঞ্চাশোর্ধ এক নারী জানান, মুক্তার সাথে তার স্বামীর সম্পর্ক ছিন্নের পর থেকে মাস খানেক আগে সজল মুক্তাকে চাকুরির প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং বাসাটি ভাড়া নিয়ে দেয়। এর পর থেকে প্রতিদিন সকালে সজলের সাথে বেরিয়ে যেত মুক্তা আর রাতের বেলা বাসায় ফিরত। কি চাকরি, কোথায় চাকরি করে জিজ্ঞেস করলে এড়িয়ে যেত সে।
আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি দাশ ও সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য সুরেশ চৌধুরী বলেন, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমাদের কাছে। এলাকার মানুষ এদের প্রতারণায় যেভাবে নিঃস্ব হচ্ছে তা আমরা উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রশাসনকে অনেক আগেই অবহিত করেছিলাম।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এনজিও’র নামে গ্রামের নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে এ দুই প্রতারককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতির উপ প্রধান প্রকৌশলীকে অপসারণ
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লার ঐতিহ্যকে তুলে ধরতে চান জহরলাল হাজারী