সাধারণ ব্যবহারকারীদের জন্য আইওএস অপারেটিং সিস্টেমের ১৫.৪ বেটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। অপারেটিং সিস্টেমটির সবচেয়ে আলোচিত নতুন ফিচারের মধ্যে আছে মুখে মাস্ক থাকা অবস্থায় ফেইস আইডি ব্যবহারের সুযোগ। এটি মূল বাণিজ্যিক সংস্করণ না হলেও আসন্ন ফিচার ও আপডেটগুলো সম্পর্কে ধারণা পাবেন ব্যবহারকারী। খবর বিডিনিউজের। তবে, বেটা সংস্করণ ইনস্টল করার আগে কিছু বিষয় জানা থাকা প্রয়োজন ব্যবহারকারীর। প্রথমতো, ১৫.৪ একটি পাবলিক বেটা, অর্থাৎ অপারেটিং সিস্টেমটি জনসাধারণের যাচাই-বাছাইয়ের জন্য যথেষ্ট স্থিতিশীল কিন্তু ক্রটিমুক্ত নয়। একাধিক ব্যাগ থাকতে পারে এতে, ডিভাইস ভেদে ব্যবহারকারীর অভিজ্ঞতাও হতে পারে ভিন্ন। আর অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার আগে ডিভাইসের সব ডেটা ব্যাকআপ রাখার পরামর্শ দিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। সকল অ্যাপল ডিভাইসে চলবে না আইওএসের নতুন পাবলিক বেটা। মুখে মাস্ক থাকা অবস্থায় ফেইস আইডি ফিচারটি শুধু আইফোন ১২ এবং পরবর্তী মডেলগুলোতেই কাজ করবে। আর আইওএস ১৫.৪ কাজ করবে তালিকার ডিভাইসগুলোতে আইওএস ১৫.৪ বেটা ইনস্টল করতে প্রথমে ডিভাইসের সাফারি ব্রাউজার থেকে অ্যাপল আইডি দিয়ে সাইন ইন করতে হবে অ্যাপলের বেটা সফটওয়্যার পোর্টালে। এরপর গেট স্টার্টেড সাবহেডের নিচে এনরোল ইওর আইওএস ডিভাইস-এ এনরোল করতে হবে। বেটা সংস্করণটি ডাউনলোড হয়ে গেলে তারপর সেটিংস থেকে সেটি ইনস্টল করে নিতে হবে সহজ কয়েকটি ধাপে।