যেদিন সরকার গঠন হবে সেদিন থেকে দেশ গঠনে কাজ শুরু হবে

শুলকবহর ওয়ার্ড বিএনপির সাথে মতবিনিময়ে খসরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

আগামী দিনের দেশ গঠনে বিএনপি’র সব পরিকল্পনা করা আছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, জনগণ যদি ভোট দেয়, আমরা যদি ক্ষমতায় আসি, যেদিন থেকে সরকার গঠন হবে সেদিন থেকে দেশ গঠনে কাজ শুরু হবে, ইনশাল্লাহ। কারণ হাতে সময় নেই। জনগণের প্রত্যাশা অনেক। তিনি গতকাল শুক্রবার বিকেলে মেহেদীবাগ বাসভবনে অনুষ্ঠিত ৮নং শুলকবহর ও ৪২নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, জাতি আমাদের সাথে আছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয়। এটা আমাদের বাঁচামরার সংগ্রাম। শুধু আমাদের নয়, বাংলাদেশের বাঁচামরার সংগ্রাম, গণতন্ত্রের বাঁচা মরার সংগ্রাম। আগামী দিনের দেশ গড়ার সংগ্রাম।

সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী বেলাল, সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরী নোবেল, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, শুলকবহর ওয়ার্ড বিএনপির আহবায়ক শামসুল আলম, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি আহবায়ক শায়েস্তা উল্লা চৌধুরী, সদস্য সচিব হাসান ওসমান, ইব্রাহিম খলিল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, বিএনপি নেতা সাইদুর রহমান বেলাল, মোহাম্মদ দিদার, মোহাম্মদ তারেক এডভোকেট সাইফুল, জিনিয়া বেগম ও ছাত্রনেতা সাজ্জাদ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে ৪২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
পরবর্তী নিবন্ধসারা দেশে অলআউট অভিযান