যেতে চেয়েছিল মালয়েশিয়া কিন্তু যেতে হচ্ছে ভাসানচর

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৬:২১ অপরাহ্ণ

সাগরপথে ‘মালয়েশিয়া নেওয়ার কথা বলে’ কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৪৯ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিটিএ জেটি ঘাট থেকে তিনটি বাস তাদের নিয়ে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

সোমবার দুপুরে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ রোহিঙ্গাকে থানা পুলিশ উদ্ধার করে। পরে রাতে আরও ১৪ জনকে উদ্ধার করা হয়।

রফিকুল ইসলাম বলেন, “উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পের দালাল চক্র ‘মালয়েশিয়া নেওয়ার কথা বলে’ একদল রোহিঙ্গাকে একটি ট্রলারে তোলে। ২/৩ দিন সাগর থাকার পর গতকাল সোমবার ভোরে তাদের সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয়। সেখানে তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।”

তিনি বলেন, “সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার হওয়া ১৪৯ জনকে আজ মঙ্গলবার ভোরে বাসে করে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়। সেখান থেকে তাদের ভাসানচরে নেওয়া হবে।”

এর আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ২২ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবি শিক্ষার্থীকে সিএনজি চালকের মারধর, প্রধান ফটকে ছাত্রলীগের তালা
পরবর্তী নিবন্ধটাইগারপাসে গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু