যেখানে সেখানে পশু বিক্রি মামলা-জরিমানা

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় এক কিলোমিটার ও জয়নগর এলাকায় অবৈধভাবে খাইন বসিয়ে কোরবানির পশু বিক্রির দায়ে চার খাইন মালিকের কাছ থেকে ৭ মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে পশুগুলোকে দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী নির্ধারিত হাটে নিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে সহায়তা প্রদান করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপি সদস্যবৃন্দ। অভিযানকালে ম্যাজিস্ট্রেটদ্বয় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে চসিকের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ১৯ প্রতিবন্ধী শিশু পেল হুইল চেয়ার ও সার্জিক্যাল চেয়ার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণ