যেখানে সব চরিত্র নারী

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

রোজার ঈদে ছোট পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক। ‘সুরভী’ নামের টেলিফিল্মে দেখা যাবে তাকে। যেখানে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর ও শম্পা রেজা। শুধু তারাই নয়, টেলিফিল্মটি সব চরিত্রেই আছেন নারী।

ঠিক এমনটাই জানালেন এর নির্মাতা চয়নিকা চৌধুরী। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গের বব সিজন-২-এ জনপ্রিয় গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম নির্মিত হচ্ছে। এরমধ্যে একটি হলো ‘সুরভী’।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘সুরভী’ অবলম্বনে এটি নির্মিত। পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, এই ছবির লেখক ও প্রযোজক বাদে আমরা সবাই নারী। মূল উপন্যাসে দু-একটা পুরুষ চরিত্র অবশ্য ছিল। চিত্রনাট্য করার সময় মিলন ভাই তাদেরও নারী করে দিয়েছেন। এমনকি টেলিফিল্মে ড্রাইভার চরিত্রটিও নারীর। লেখক অনেকদিন পর স্ক্রিপ্ট লিখলেন। দারুণ একটা কাজ এই ঈদে দেখতে পাবেন দর্শকরা।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধঈদে আসছে ‘ব্যাচেলর রমজান’