চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে নির্বাচনের বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর দক্ষিণ ফটিকছড়ির দশ ইউনিয়নের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। এসময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমাদের দলসহ সাধারণ মানুষ মিলে আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার পিতা মরহুম রফিকুল আনোয়ারের মতই আপনাদের সেবা করার চেষ্টা করবো। আপনারা সবাই কষ্ট করেছেন বলে ফটিকছড়ির নির্বাচনটি সারাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। এসময় তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং সবাই মিলে নিরাপদ ফটিকছড়ি গড়ে তুলব। আপনারা যে যার অবস্থান থেকে, যেখানে বিশৃঙ্খলা দেখবেন, সেখানেই জবাব দিয়ে দিবেন। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও আমাদের দলীয় এমপি না থাকায় ফটিকছড়ির তেমন কোনো উন্নয়ন হয়নি। আপনারা ইতিমধ্যে যে দাবি দিয়েছেন তা অনুযায়ী প্রত্যেকটা কাজ করবো ইনশাআল্লাহ। গত ১৮ জানুয়ারি আব্দুল্লাহপুর ইউনিয়ন, জাফতনগর ইউনিয়ন, ধর্মপুর, আজাদী বাজার, চারা বটতল, নানুপুর বাজার, খিরাম ইউনিয়ন, খিরাম বাজার, সমিতির হাট ইউনিয়ন, রোসাংগিরি ইউনিয়ন, লেলাং ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, আ.লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের, সাদাত আনোয়ার সাদী, আবু তালেব, আব্দুল কাইয়ুম, বখতিয়ার সাইদ ইরান, ওহিদুল আলমসহ এসময় দলীয় নেতৃবৃন্দ।