যেখানে নৈরাজ্য সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে

চান্দগাঁও ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশে মেয়র

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

কোনো অপশক্তি যেন দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, যেখানে নৈরাজ্য সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

গতকাল সকালে চান্দগাঁও ছাত্রলীগের উদ্যোগে বহাদ্দারহাট মোড়ে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যে’র বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিএনপিজামায়াত নয়াপল্টন রাস্তার উপর সমাবেশের নামে আরো একটি শাপলা চত্বরের ঘটনার জন্ম দিতে চেয়েছিল। তার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৭৬ বস্তা চাল ও আড়াই লাখ বোতল মিনারেল ওয়াটার মজুদ করেছিল। তারা আওয়ামী লীগকে জুজুর ভয় দেখাতে চেয়েছে, এরা বুঝে না আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল। তৃণমূল থেকে গড়ে উঠা সত্তর বছরের একটি সংগঠন। আওয়ামী লীগ সবসময় জনতার শক্তির উপর নির্ভরশীল একটি দল। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না।

চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী শাহেদের সভাপতিত্বে মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শামসুল আলম, মো. ইলিয়াছ উদ্দীন, দেবাশীষ আচার্য, আবু সাঈদ সুমন, নোমান চৌধুরী, সুলতান মাহামুদ ফয়সল, মো. মাহাফুজ, তৌহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি নেতাদের বিচার আজ জনগণের দাবি : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধরোটারি ডিস্ট্রিক্টের টিম গঠন ও বার্ষিক পরিকল্পনা সভা