যেখানে নদীর ক্ষতি হবে সেখানেই নদী রক্ষা কমিশন হস্তক্ষেপ করবে

বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটির মতবিনিময়ে ড. মঞ্জুর আহমেদ

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, নদীর মূল জায়গায় কোনোভাবেই লিজ দেয়া কিংবা স্থাপনা নির্মাণ করা যাবে না। যেখানে নদীর ক্ষতি হবে সেখানেই নদী রক্ষা কমিশন হস্তক্ষেপ করবে। কর্ণফুলী নদী শুধু চট্টগ্রামের না, সারা বাংলাদেশের সম্পদ। এটি দেশের লাইফ লাইন। এ সম্পদ রক্ষা করতে চট্টগ্রাম বাসীকে নিয়ে কাজ করবো।

গতকাল বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় ড. মঞ্জুর আহমেদ উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি ও দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী

বলেন, কর্ণফুলী নদী রক্ষায় বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে তারই ধারাবাহিকতায় সমপ্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। নদী দখল ও দুষনমুক্ত করা ও নিয়মিত ড্রেজিং চালু রাখতে আমরা সব সময় সকল প্রকারের সহযোগিতা

করে যাবো। এসময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল হক, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর ও যুগ্ম মহাসচিব লায়ন মুহাম্মদ নুরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৩নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালু করতে চেম্বার সভাপতির আহ্বান