আমাদের গল্পটা একটু ভিন্ন হতে পারতো, তুমি আমাতে,আমি তোমাতে মগ্ন প্রতিনিয়ত! ভালোবাসাটা একটু বেশিই বেশি হত, অবিশ্বাস আর অবজ্ঞা সেই কবেই পালিয়ে যেত! গল্পে আমাদের ভুবনটা হতো রঙ্গিন, যেখানে আনন্দ হতো সীমাহীন –পাখির মতো আমিও উড়ে বেড়াতাম, তোমার মনের আকাশে প্রতিদিন! গল্পে তুমি রোজ ফুল গুজে দিতে– আমার খোঁপায় চুল বেঁধে অপেক্ষার প্রহর গুনতাম এলে বুঝি সাজাতে আমায়! গল্পটা সেদিন ভিন্নই হত, যদি না তোমার মন বদলাতো
থাক তবে এবার, ভিন্ন হবে না হয় আবার। ডানাটা সামলে রেখেছি তোমার আকাশ দেখার অপেক্ষায় –ফুলটা এবার নিয়েই রেখেছি, তুমি এসেই গুজে দেবে খোঁপায়। কি? আসবে কি তুমি? মগ্ন হবে আমাতে আবার? নাকি তোমার গল্পে আমি নেই– আমি বিহীন এক নতুন গল্প হবে তোমার!