লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, যেখানেই মব সৃষ্টি হবে সেখানেই এলডিপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। দেশে একের পর এক ‘মব সৃষ্টির ঘটনায় জনমনে আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ সতের বছর পর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষ মনে করেছিল দেশে শান্তির সুবাতাস বইবে। কিন্তু এ সময়ে দেশের রাজনীতিতে বর্তমানে মব ইস্যুতে টালমাটাল অবস্থায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার তাদের ১১ মাসের শাসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। সে কারণে মবের জবরদস্তি দেখা যাচ্ছে।
দেশের সার্বিক পরিস্থিতিতে যে উদ্বেগজনক হাবে সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি হচ্ছে এ ব্যাপারে এলডিপির মতো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। মব নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দেশের সামনের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বলে এমন আশঙ্কার কথাও বলেন জেলা এলডিপির এ নেতা। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পটিয়া উপজেলা ও পৌরসভা এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম এয়াকুব আলী।
পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, দক্ষিণ জেলা গনতান্ত্রিক শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ ছৈয়দ, গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আমিনুল হক তানিম, উপজেলা এলডিপির সহ–সভাপতি সামশুল আলম সিকদার, যুগ্ম সম্পাদক নাদেরুজ্জামান। প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব নুরুল আলম, এলডিপি নেতা আবুল মনসুর সওদাগর, আবদুর রশিদ, উপজেলা গনতান্ত্রিক ওলামাদলের আহবায়ক মাওলানা আবদুল কাদের আলকাদেরী, সদস্য সচিব মাঈনুদ্দীন হাসান আলকাদেরী, যুগ্ম আহবায়ক মাওলানা মোরশেদুল হক, মো. সেলিম, ওসমান সওদাগর, আবদুল কাদের, গণতান্ত্রিক ছাত্রদল পটিয়া উপজেলার আহবায়ক শেখ জায়েদ মানিক, সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন, শাহ আলম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নুরুল হুদা, রঞ্জন ধর, মামুনুর রশীদ, এরশাদ হোসেন, ইমরান, কামাল, সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।