যেখানেই থাকুন সবাইকে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। স্বদেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ।
মাতৃভূমিকে ভালো রাখলে আমরা ভালো থাকবো। আমাদের পরিবার–পরিজন ভালো থাকবে। প্রবাসে এমন কোনো খারাপ কাজ করা যাবে না যাতে দেশের ভাবমূর্তি নষ্ঠ হয়। গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম সমিতি কাতারের আয়োজনে আলোচনা সভা ও চাটগাঁইয়া মেজ্জানে বাংলাদেশ দূতাবাস কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এসব কথা বলেন।
কাতার সাহানিয়া আল দোসারি পার্কে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ইসমাঈল মনসুর। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাস কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
সংগঠক মো. মহিউদ্দিন কাজলের পরিচালনায় এতে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসাইন, লায়ন এম মঈন উদ্দীন, মোহাম্মদ ফয়সাল, মাওলানা জমির উদ্দীন, মোহাম্মদ আলী, কাজী মোহাম্মদ পেয়ারু। উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সামি, ফজল কবির, মোহাম্মদ আমির, এইচ এম শরীফ, মোঃ এরশাদুল আলম, মোঃ মাইনুল করিম, সোহেল সিকদার, নাজিম উদ্দীন ভূইয়া, নুরুল মোস্তফা, রিয়াজ রানা, মোরশেদ চৌধুরী, জিন্নাত আরা বেগম, প্রকৌশলী মাহাবুব আলম, প্রকৌশলী আমানত হোসেন, ফকরুল ইসলাম, ইকবাল হোসেন খোকন, এটি এম আসাদুজ্জামান বাবলু, নাসের সিদ্দিকী, ইদ্রিস বিষু, মোহাম্মদ আলাউদ্দিন, ইমরান মামুন, আশরাফুল ইসলাম তুহিন, শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে খেলাধুলা, পুরস্কার বিতরণসহ দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক চাটগাঁইয়া মেজ্জান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












