যেকোন অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : নদভী

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:০৮ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে ড. আবু রেজা মুহাম্মদ নেজামমুদ্দিন নদভী এমপি বলেন, বৈশ্বিক মহামারি কনোনার করালগ্রাসে বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে সমস্যা সঙ্কুল পরিস্থিতির সম্মুখীন সেখানে বিশাল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশের অর্থনীতি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ঠিক রাখার পাশাপাশি দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষাখাতে যথেষ্ট এগিয়েছে। গত ২৯ অক্টোবর মাদক বিক্রি ও আসক্তি দিনদিন বাড়তে থাকায় উষ্মা প্রকাশ করে এই সর্বনাশা ব্যাধি নির্মুলে জিরোটলারেন্স নীতির কথা পুন:ব্যক্ত করে তিনি বলেন, এই অবৈধ ও ঘৃণিত কর্মকান্ডের সাথে কাউকে ছাড় দেওয়া হবেনা।
২৯ অক্টোবর সাতকানিয়া উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি একথা বলেন। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল সালাম চৌধুরী এবং উন্নয়ন বিষয়ক সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, নুরুল আবছার চৌধুরী, সালাহ উদ্দিন হাসান চৌধুরী, আঞ্জুমান আরা বেগম, মোহাম্মদ জোবায়ের, ডা. আব্দুল মজিদ, সাতকানিয়া থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল কোভিড ইউনিটের জন্য সিডিএর অনুদান
পরবর্তী নিবন্ধঅনলাইন ক্লাসের জন্য সাশ্রয়ী মূল্যে জিবি ডাটা পাবে শিক্ষার্থীরা