যেকোনো সময় মোদী সরকারের পতন : মল্লিকার্জুন খড়গে

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ভারতে ইতিহাস সৃষ্টি করে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী। তিনি সরকার গঠন করে ফেললেও সেটির সময়কাল বা স্থায়িত্ব নিয়ে সন্দেহ আছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। তিনি মনে করেন, যেকোনো সময় বিজেপি তথা মোদীর সরকারের পতন ঘটবে। শনিবার (১৫ জুন) এনডিটিভিসহ ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলা হয়েছে। খবর বাংলানিউজের।

আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, মমতার সুর ধরেই মোদীর ৩.০ সরকারের স্থায়িত্বকাল নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। তিনি দাবি করেছেন, লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটদাতারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেননি। এটিকে ভিত্তি করেই মোদীর তৃতীয় মেয়াদের সরকারের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

মল্লিকার্জুন বলেন, ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদী জনগণের আদেশ পাননি। এটি একটি সংখ্যালঘু সরকার। এই সরকারের যেকোনো সময় পতন হতে পারে। কিন্তু দেশের কল্যাণে স্বতঃ প্রণোদিত হয়ে মোদী সরকারের পতন ঘটাতে কংগ্রেস সক্রিয় হবে না বলেও বার্তা দেন খড়গে। তিনি বলেন, আমরা দেশের মঙ্গল চাই।

দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাস আছে, কোনো কিছু ভালোভাবে চলতে না দেওয়ার। কিন্তু আমরা দেশকে শক্তিশালী করতে সহযোগিতা করব। খড়গে বিজেপির সরকার গঠন নিয়েও প্রশ্ন করেন। সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কেন বিজেপি সরকার গঠন করেছে, এই প্রশ্ন ছিল তার।

উত্তরে এনডিএর সহযোগী জেডিইউর নেতা নীরজ কুমার শনিবার বলেন, তিনি হয়ত ভুলে গেছেন কংগ্রেসের পিভি নরসিং রাও ও মনমোহন সিং লোকসভা ভোটে কত আসনে জিতে সরকার গড়েছিলেন।

এর আগে গত শনিবার লোকসভা ভোটে জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকের পর মমতা বলেছিলেন, ইন্ডিয়া জোটই আগামী দিনে সরকার গড়বে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে স্বাধীন বাংলা বেতারের সুরকার-সংগীত পরিচালক সুজেয় শ্যাম
পরবর্তী নিবন্ধক্যান্সার আক্রান্ত হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ব্রিটিশ যুবরানি