চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেছেন, কিছু অসাধু সিএনজি চালিত অটোরিকশার মালিক সরকারী গেজেট অমান্য করে দৈনিক জমা বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে। চট্টগ্রামের অটোরিকশা শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ। তাদেরকে সাথে নিয়ে যে কোন মূল্যে মালিকের দৈনিক জমা বৃদ্ধির ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
হালিশহর ভূইয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাজিম উদ্দিন, সঞ্চালনা করেন মো. জসিম উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন রবিউল মাওলা, ওমর ফারুক, শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।