চট্টগ্রাম আইন কলেজ ফাইনাল ইয়ারের (২০২০–২১ শিক্ষাবর্ষ) উদ্যোগে সম্প্রতি একটি আনন্দ সন্ধ্যা উদযাপিত হয়েছে। দ্বিতীয় বর্ষের ছাত্র পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে এটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এডভোকেট বদরুল হুদা মামুন। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মো. আরিফ উদ্দিন।
কলেজ ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম রাফির সভাপতিত্বে এবং মোহাম্মদ হাসান ও মো. সিফাতুল হকের যৌথ সঞ্চালনায় এতে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন কলেজ শিক্ষার্থী জেসমিন আক্তার জেসি, সাঈদ তালুকদার প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিকু দে, আব্দুল গফুর রাফি, পংকজ শীল, মো. মোতালেব, জুলি, সুদীপ্ত আকাশ রাজন, মো. ফয়সাল ইসলাম, মো. হুমায়ন উদ্দিন, সুমন বড়ুয়াসহ কলেজের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ এডভোকেট বদরুল হুদা মামুন বলেন, আইন কলেজের ছাত্র আনোয়ারের পিএইচডি অর্জন তার নিজের জন্য যেমন গর্বের, তেমনি তিনি গৌরবান্বিত করেছেন কলেজকেও। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে যেকোনো বয়স এবং পরিস্থিতিতে উচ্চ শিক্ষার জন্য নিজেকে নিয়োজিত করা যায়।
প্রসঙ্গত, আইন কলেজ দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন সম্প্রতি আমেরিকান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ক্যালোফোর্নিয়া থেকে ‘শহরাঞ্চলে শিশু অপরাধ’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












