স্বপ্নযাত্রা সংগঠনের উদ্যোগে ‘ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা’ স্লোগানে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিকরণে কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বপ্নযাত্রার সভাপতি সাজমিন কণিকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রকিব উদ্দিন রকির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ নেতা–কর্মীরা জনগণের পাশে থাকেন। এবার ডেঙ্গু প্রতিরোধেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা সবাই যার যার বাড়ি, আঙিনা, কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার রাখব এবং এই কর্মসূচি সফল করে তুলব। উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামার উদ্দিন, মহানগর আওয়ামী যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, মো. জাবেদ আফসার চৌধুরী, কাজী আবু তৈয়ব, এইচ এম আলী আবরাহা দুলাল, শহীদুল ইসলাম পিন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।